January 26, 2021

সেখ সামসুদ্দিন ,

বর্ধমান রাজ কলেজ এন এস এস বিভাগ ও নববন্ধনের পক্ষ থেকে এই শীতের হাত থেকে বাঁচতে ২০০ টি দরিদ্র পরিবারকে কম্বল ও জামা কপড় বিতরণ করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বর্ধমান সাধনপুর বিবেকানন্দ উচ্চ বিদ‍্যালয়ের মাঠে এবং উপস্থিত ছিলেন এন এস এস এর ইউথ এসিসটেন্ট অফিসার দীপক মন্ডল, বর্ধমান ইউনিভার্সিটির এন.এস.এস কো-অর্ডিনেটার সুজিত কুমার চৌধুরী, এবং বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপাল নিরাঞ্জন মন্ডল ও বর্ধমান রাজ কলেজের এন এস এস এর প্রোগ্রাম অফিসার ডঃ ওম শংকর দুবে এবং হুগলী মহসিন কলেজের ২ জন অধ্যাপক, বাঁকুড়া খৃষ্টান কলেজের এন.এস.এস প্রোগ্রাম অফিসার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ২ জন অধ্যাপক, বর্ধমান নেহরু বিদ্যামন্দির হাইস্কুলের প্রধান শিক্ষক, বর্ধমাননের এল.আই.সি অফিসের ডিরেক্ট মার্কেটিং-এর ম্যানেজার, কলেজের কিছু অধ্যাপক এবং কিছু জন সমাজসেবক এবং এন এস এস ভলেন্টিয়ারবৃন্দ।