কৌশিক গাঙ্গুলি,
গতকাল বীরভূম জেলার সিউড়ি সাইথিয়া বাইপাস এর কাছে কুলেরা ক্যানেল সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার আনুমানিক দুপুর 1 টা নাগাদ স্থানীয় বাসিন্দারা পার হাউস সংলগ্ন চাষের জমিতে দেহটি বস্তা ও গাছের ডাল ঢাকা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকরা দ্রুত খবর দেয় সিউড়ি থানায়। সিউড়ি থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য।
More Stories
নাবালিকা উদ্ধারে তৎপর মঙ্গলকোট পুলিশ
কল্যানেশ্বরী পুলিশে শীতবস্ত্র বিলি
বিহার থেকে বাসে অস্ত্র আসছে আসানসোলে