January 26, 2021

সাধন মন্ডল,

সারেঙ্গা ব্লক কৃষি দপ্তর ও আতমা প্রকল্পের উদ্যোগে
ক্যাপাসিটি বিল্ডিং এর মাধ্যমে সারেঙ্গা ব্লকের ৬ টি ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ কে পালং, পুনকা, গাজর, বিট ও মূলো বীজ বিতরণ করা হয় এছাড়াও হাতে কলমে ঝিনুক মাশরুম চাষের প্রশিক্ষন ও বীজ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারেঙ্গা ব্লকের সহ কৃষি অধিকর্তা শ্রী সজল পতি, আতমা প্রকল্পের শ্রী কৃষ্ণেন্দু বারিক ও কল্যান বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন সারেঙ্গ ব্লকের কৃষি কর্মাধক্ষ্য শ্রী শিবশঙ্কর সিনহা ও আত্মা প্রকল্পের সদস্য শ্রী প্রদ্যোৎ চৌধুরী সহ বিশিষ্টরা।