জুলফিকার আলি ,
পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের দারুয়া হাসপাতাল মোড় ও উত্তর সরদায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কয়েক শত দুঃস্হ ও অসহায় মানুষজনকে শাড়ী,ধুতি,কম্বল ও চাদর বিতরণ করা হয়। এই সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল নেতৃত্ব তথা দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি তরুণ জানা, প্রাক্তন প্রধান শিক্ষক পুলিন বিহারি নায়ক, বিশিষ্ট সমাজসেবী অাবদুর রহমান মণি, গ্রাম প্রধান তপন সামন্ত,তপন সাহু,অরিন্দম দাস প্রমুখ নেতৃবৃন্দ। জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য তরুণ জানা বলেন রাজনীতির পাশাপাশি সমাজসেবার মাধ্যমে অার্ত ও পীড়িত মানুষের পাশে দাঁড়ানো পবিত্র কর্তব্য। জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য মামুদ হোসেন বলেন রাজনীতি মানে কেবলমাত্র ভোটের রাজনীতি নয়।এখনো সমাজের একটা অংশের পিছিয়ে মানুষজন ভয়ানক কষ্টের মধ্যে রয়েছেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ফলশ্রুতিতে পরিযায়ী শ্রমিক সহ কাজ হারানো মানুষের জীবন-জীবিকা বিপন্ন। কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষক বিরোধী কালাকানুন ও কর্পোরট তোষনের নীতির জন্য পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর গগনচুম্বী মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের বিপন্ন অবস্থা। জনমুখী উন্নয়ন মূলক প্রকল্প রূপায়ণের ধারাকে অব্যাহত রাখতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃতীয় বারের জন্য মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠার জন্য জনগণের সমর্থনের অাবেদন জানান মামুদ হোসেন।
More Stories
কল্যানেশ্বরী অঞ্চল তৃণমূল কমিটি গঠন
বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু প্রার্থী খুঁজছে বিজেপি
চাষিদের মা দুর্গার নামে শপথ নিয়ে পরিবর্তনের ডাক জেপি নাড্ডার