সুভাষ মজুমদার,
হুগলি: শেওড়াফুলি ষ্টেশন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এখন পাক্ষিক সংবাদপত্রের তত্ত্বাবধনে আয়োজিত শেওড়াফুলি উৎসব মেলা ২০২১ তে বঙ্গীয় ভাষা সেতু তরফে আয়োজিত হয় কবি সম্মেলন । কবিতার সান্ধ্য বাসরে সভাপতিত্ব করেন সঞ্জয়চন্দ্র সেন । স্বাগত রাখেন বঙ্গীয় ভাষা সেতু র কর্ণধার মুরলী চৌধুরী মহাশয় । এরপর দেবাশীষ মুখোপাধ্যায়ের সঞ্চালনায় কবি সম্মেলন শুরু হয় । সরস্বতী অধিকারী, অঙ্কনা মজুমদার, পতিত পাবন হালদার, কল্যাণী মন্ডল, দেবাশীষ মুখোপাধ্যায়, প্রমতম সী, নন্দিতা চক্রবর্তী, মুরলী চৌধুরী প্রমুখ প্রথিতযশা কবিদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে মেলা প্রাঙ্গণ উদ্বেলিত হয়ে ওঠে। অভিনব সমাপ্তিতে ছিল দেবাশীষ মুখোপাধ্যায়ের মাউথ অর্গানে রবীন্দ্র সুর” একলা চলো রে”।
More Stories
বস্ত্রবিলিতে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মঙ্গলকোটে
জনহিতকর উদ্যোগে পালিত হলো তৃণমূল নেতা হুমায়ুন কবিরের ৫৮ তম জন্মবার্ষিকী
সুফি দিবস পালন মঙ্গলকোটে