মোল্লা জসিমউদ্দিন,
; ‘পকেটমার’ মন্তব্যের জের। এবার সুবিচার চাইতে আলিপুর আদালতে মানহানি মামলা দাখিল করলেন কলকাতার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে। দীর্ঘদিন রাজনৈতিক বেড়াজালের বাইরে থেকে সম্প্রতি সক্রিয় হয়েছেন কলকাতার একদা মহানাগরিক তথা রাজ্য বিজেপির নেতা শোভন চট্টপাধ্যায়। তিনি এক পদযাত্রায় তৃণমূলের কলকাতা জোনের মুখপাত্র কুণাল ঘোষ কে পকেটমারের সাথে তুলনা করেছিলেন সারদা আর্থিক দুর্নীতিতে। এমনকি কুনালের সাংবাদিকতায় একসময় অভাবনীয় বেতন নিয়ে প্রশ্ন তুলেছিলেন শোভন বাবু।সেই মন্তব্যের ভিক্তিতে এদিন আলিপুর আদালতে মানহানি মামলা দাখিল করলেন কুনাল ঘোষ।চলতি সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।
More Stories
মুখ্যমন্ত্রীর পায়ে চোট ঘটনায় সিবিআই তদন্তে ‘না’ সুপ্রিম কোর্টের
একই পদে দশ বছর পার,মঙ্গলকোট প্রশাসনের আধিকারিক ঘিরে প্রশ্নচিহ্ন
গুন্ডা মন্তব্যে অভিষেক কে ভোপাল আদালতের সমন