ক্যালকাটা ক্লাবের সিদ্ধান্তে স্থগিতাদেশ আদালতের
মুকুল বিশ্বাস,
সম্প্রতি ক্যালকাটা ক্লাবের সভাপতি কলকাতা হাইকোর্টের ব্যরিস্টার প্রমিত রায়কে এক বছরের জন্য বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাব। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন প্রমিতবাবু। প্রাথমিক শুনানির পর আলিপুর আদালত ক্লাবের সিদ্ধান্তে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। আদালতের পর্যবেক্ষণ, যেভাবে সভাপতির সদস্যপদ খারিজের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। তাই পরবর্তী শুনানী পর্যন্ত ক্লাবের সিদ্ধান্ত কার্যকর করা যাবে না।
আদালত সূত্রে জানা গিয়েছে, ক্লাব সভাপতি এবং আরও এক কর্তার বিরুদ্ধে কিছু অভিযোগ এনে তাঁদের শো কজ করা হয়। সভাপতি তাঁর জবাবও দেন। এরপর সভাপতি বিদেশে থাকাকালীন তাঁর অনুপস্থিতিতে এক তরফা মিটিংয়ে তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয় কমিটি। আদালতের নিরিখে যেটি ন্যায় বিচারের পরিপন্থী মনে করা হয়েছে। চলতি সপ্তাহে আদালতের এই নির্দেশ সভাপতির তরফে ক্লাক কমিটির কাছে পাঠানো হয়েছে। যদিও ক্লাবের বিরুদ্ধে অভিযোগ, আদালতের নির্দেশ মানছেন না তাঁরা। প্রমিতবাবু বলেন, আদালতের নির্দেশ পাওয়ার পরও ক্লাব সেটি মানছে না।
যদিও পুরো বিষয়টির নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকে। ঐতিহ্যশালী এই ক্লাবকে কালিমালিপ্ত করার জন্যই এই ষড়যন্ত্র বলে মনে করছেন তাঁরা।