সেখ সামসুদ্দিন, ২ এপ্রিলঃ মেমারি থানার খয়েরপুর তাঁতি বাকসা গ্রামে দাতাবাবার উৎসব উপলক্ষে তিন দিনের মেলা, ফুটবল প্রতিযোগিতা, আদিবাসী নৃত্য, তীর নিক্ষেপ প্রতিযোগিতা সহ আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এছাড়াও চক্ষু পরীক্ষা, ইসিজি, সুগার টেস্ট সহ স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান -এর আয়োজন করা হয়। শহীদ শিবশঙ্কর সেবা সমিতি রশ্মি ব্লান্ড ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় প্রায় ৫৫ জন রক্তদান করেন যার মধ্যে ৭৫ শতাংশ মহিলা রক্তদাতা। দাতাবাবার উৎসব উপলক্ষে গতকাল থেকে তিন দিনের অনুষ্ঠানের মধ্যে আজ দ্বিতীয় দিন চলছে। এদিন ৭ শতাধিক মহিলাকে শাড়ি প্রদান ও কিছু পুরুষদের লুঙ্গি প্রদান করা হয়। এছাড়াও প্রায় ৫০ জন গুণী ব্যক্তিকে অনুষ্ঠান মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা বারুইপুর সত্যানন্দ মহাপীঠের স্বামী দিব্যাত্মানন্দ মহারাজ, চিন্ময়চৈতন্য মহারাজ, সমাজসেবী করুণাময় ব্যানার্জী, মেমারি থানার সাব ইন্সপেক্টর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান মঞ্চ থেকে আহ্বায়ক সরকার মান্ডি ঘোষণা করেন ‘শারীরিক কোন সমস্যা হলে ঠাকুরবাড়ি দেখাবার আগে ডাক্তারের পরামর্শ নিন। কাউকে কোন কারণে ডাইনি দোষারোপ করে গ্রাম ছাড়া করবেন না। গ্রামের সমস্যা হলে আপনাকেই মেটাতে হবে, তাতে আপনারই ভালো হবে।’ এছাড়াও ঘোষণা করা হয় এই অনুষ্ঠানে মদ খাওয়া বা বিক্রি নিষিদ্ধ। কেউ যদি নিয়ে যান তা নষ্ট করে দেওয়া হবে। সরকার মান্ডি আদিবাসী গানের মাধ্যমে বিজ্ঞানচেতনায় ও সমাজ চেতনায় মানুষের সামনে সামাজিক সমস্যা ও ব্যাধিগুলি তুলে ধরেন। এই অনুষ্ঠান উপলক্ষে খয়েরপুর তাঁতি বাকসা গ্রামে কয়েক হাজার মানুষের সমাগম হয়।