পঞ্চদশ বর্ষ রাঢ় বাংলা কবিতা উৎসব – ২০২৩

Spread the love

পঞ্চদশ বর্ষ রাঢ় বাংলা কবিতা উৎসব – ২০২৩

সেখ সামসুদ্দিন ও পার্থসখা অধিকারী, ২ এপ্রিলঃ পূর্ব বর্ধমান জেলার মেমার শহরের রসিকলাল স্মৃতি বালিকা বিদ‍্যালয়ে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জেলা কমিটির পরিচালনায় ও মেমারি আঞ্চলিক কমিটির আয়োজনে আজ সারাদিন ব‍্যাপী অনুষ্ঠিত হয় পঞ্চদশ বর্ষ রাঢ় বাংলা কবিতা উৎসব – ২০২৩। অনুষ্ঠানস্থলের নামকরণ করা হয় রামকৃষ্ণ ব‍্যানার্জী, নগর সলিল ভট্টাচার্য নগর ও জগন্নাথ মোহন্ত নগর। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত‍্যিক রত্না রশীদ বন্দ‍্যোপাধ‍্যায়। অনুষ্ঠানের শুরুতেই পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল‍্যদান এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। এরপর শুরু হয় কবিতা পাঠের আসর। পূর্ব বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১২০ জন কবি স্বরচিত কবিতা পাঠ করেন। এরই মাঝে বিভিন্ন ক্ষেত্রে প্রয়াতদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া বর্ধমানের বিশিষ্ট সাহিত‍্যিক তথা কবি সনৎ ভট্টাচার্য্য, মেমারির বিশিষ্ট চিকিৎসক ও সাহিত‍্যিক ডাঃ অভয় সামন্ত, স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেমারির দুই নৃত‍্য শিল্পী অরুণিমা ভট্টাচার্য‍্য ও জয়ন্তী মোদক দত্তকে জীবন কৃতী সম্মান প্রদানের মধ‍্য দিয়ে সংবর্ধিত করা হয়। বিশিষ্টদের মধ‍্যে উপস্থিত ছিলেন মিনতি গোস্বামী, বিকাশ বিশ্বাস, দীপঙ্কর বিশ্বাস, তন্দ্রা বসু, শ‍্যামলিনা কোঙার সহ আরও অনেকে। এদিনে মোট অংশগ্রহণ করেন ১২৫ জন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *