তোমার জন্যে,
দীপঙ্কর চক্রবর্ত্তী,
রাতের কুয়াশার চাদর সরিয়ে তোমাকে লিখবো বলে
যে খাতাটিতে কলম ধরেছি, সেখানে বার বার ভেসে ওঠে তোমার মুখ।
তোমার হাসি ভরা মুখ আর নির্লিপ্ত চাউনির রসায়ন
বারে বারে আমাকে মুগ্ধ করে।
রাতে জোনাকীর আলোয় দেখতে পাই যেন ছায়া মূর্তি
আমার একাকীত্ব গ্রাস করতে এলো,
সামনে পিছনে শুধুই একই ছবি
মুগ্ধ হয়ে দেখি আর বিশ্বাসের অবগুন্ঠন সরিয়ে
ভাসিয়ে দিই নৌকা,ভেসে ভেসে সে চলবে অনন্ত দিন।
পাহারের গুহায় জেগে ওঠে কত বিচিত্র ছবি
তার সাথে মিলাই তোমাকে
মনের প্রকোষ্ঠে বিচিত্র প্রশ্ন করে বলতে থাকি
এ ভূবনে আমার ভার নাও, আমার শত ছিদ্র শরীর
পোড়া মন গ্রহন করো,
সকালে পাখির ডাক শুনে জেগে ওঠে মন
দেবতার কাছে বলি তারে দেখা দিও আজ।
সারা দিন পর ক্লান্ত চাঁদ ঘুমের শরীরের উপর হেঁটে যায়
দুটি জীবনের পবিত্র গল্প যুগ যুগ ধরে লেখা হবে সাদা পাতায়।