অবাধ ও শান্তিপূর্ণ ভোট সহ কয়েক দফা দাবিতে বাম কংগ্রেসের ডেপুটেশন সিউড়ি থানায়
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- জাতীয় কংগ্রেস ও বামফ্রন্টের পক্ষ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ বেশ কয়েকদফা দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার
সিউড়ি থানায় একটি স্মারকলিপি দেওয়া হয়।এদিন সিউড়ি রেডক্রস সোসাইটির অফিস সংলগ্ন স্থান থেকে সুসজ্জিত মিছিল বের হয় এবং সিউড়ি বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে সিউড়ি থানার গেটের সামনে জমায়েত হয়। ডেপুটেশন থেকে মূলত পুলিশের নিষ্ক্রিয়তা এবং পুলিশের শাসক দল তৃণমূলের হয়ে কাজ করার প্রতিবাদে মিছিল ও পথ সভায় সোচ্চার হতে দেখা যায়।বৃহস্পতিবার সিপিআইএম কংগ্রেস যৌথ মঞ্চের তরফ থেকে সিউড়ি থানা ঘেরাও এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাদের অভিযোগ পুলিশের একটা অংশ শাসক দল তৃণমূলের হয়ে কাজ করছে এবং যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসছে ততই তারা এমনভাবে সাধারণ মানুষদের ওপর চাপ সৃষ্টি করছেন যাতে সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দেয় এবং তাদের হয়ে কাজ করে। এই সকল ঘটনার প্রতিবাদে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার জন্য এদিনের এই কর্মসূচি বলে একান্ত সাক্ষাৎকারে বলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বলরাম চ্যাটার্জী।