শিয়ালদহের আম লিচু উৎসব
পারিজাত মোল্লা ,
আম লিচু উৎসব।এমনি এক অভিনব অনুষ্ঠান হয়ে গেলো শনিবার সারাদিন ধরে। শিয়ালদহ কৃষ্ণপদ মেমোরিয়াল হলে।কবি সাহিত্যিকদের নিয়ে এই অনুষ্ঠান করে জাতীয় সংস্কৃতি পরিষদ। সাথে ছিলো বিদ্রোহী কবি নজরুলের জন্মদিন পালন। সংস্থার সম্পাদক চন্দ্রনাথ বসু সকলকে ধন্যবাদ জানানোর সময়ে বলেন -“অনুষ্ঠানটি আগেই হবার কথা ছিলো। গরমে জন্য পিছিয়ে দেওয়া হয়”।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরন্যক বন্দ্যোপাধ্যায়, শিবশঙ্কর বক্সী, বরুন চক্রবর্তী, মিনতি গোস্বামী, ব্রততী প্রামানিক, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, অচিন্ত্য মন্ডল সহ শতাধিক কবি সাহিত্যিক গন। অনুষ্ঠানে মালদা, মুর্শিদাবাদ, কাকদ্বীপ, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল, হলদিয়া, মেদনীপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আম নিয়ে শতাধিক কবিরা এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানের শেষে পুরষ্কৃত করা হয়। কবিদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া তাদের স্মারক ছাড়াও আম লিচু কাঁঠাল গাছের চারা দেওয়া হয়।