কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃনমূল কংগ্রেসের জনসভা,সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও সর্বক্ষেত্রে বঞ্চনা, আবাস যোজনা, ১০০ দিনের কাজ, ওবিসি উন্নয়ন ও গ্রামীণ সড়ক সহ অন্যান্য ক্ষেত্রে বরাদ্দ বন্ধের প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে রবিবার সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে একটি জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী, বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, ডেপুটি স্পিকার আশীষ ব্যানার্জী,মন্ত্রী চন্দ্র নাথ সিনহা প্রমুখ নেতৃত্ব।উল্লেখ্য সম্প্রতি তৃনমূল কংগ্রেসের জেলা নতুন কমিটি গঠিত হয়।সেখানে ফের জেলা কমিটির সভাপতি হিসেবে অনুব্রত মন্ডলের নাম প্রস্তাবিত হয়।যদিও অনুব্রত মন্ডল গরু পাচার মামলার অভিযোগে তিহার জেলে বন্দী।অভিনেতা সোহম চক্রবর্তী এদিন তার বক্তব্যে বলেন সুন্দর বন যাব রয়েল বেঙ্গল টাইগার দেখবনা তা কেমন হয়, তেমনি এখানে এসে ও অনুব্রত মন্ডল না থাকায় মন খারাপ।উনার হাতে গড়া সংগঠন জেলার মধ্যে শক্তিশালী।চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে,ঠিক সময়ে ফিরে আসবেন এবং জেলার সংগঠন ও উন্নয়নে কাজ করবেন।উল্লেখ্য শুক্রবার সিউড়ি ইরিগেশন কলোনি মাঠের উল্টো দিকে বেনিমাধব স্কুল মাঠে বিজেপির পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা প্রমুখ নেতৃত্ব।বিজেপির জনসভার পাল্টা জবাব দিতেই মূলত তৃনমূল কংগ্রেসের ফিরহাদ হাকিমকে দিয়ে সভা বলে রাজনৈতিক মহালের ধারণা।যদিও তৃনমূল কংগ্রেসের দাবি এটা তাদের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রুটিন মাফিক প্রতিবাদ সভা যাহা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট বাজতে না বাজতেই প্রচন্ড গরমের আবহাওয়া মাথায় নিয়ে তথা প্রখর রৌদ্রের তাপপ্রবাহ উপেক্ষা করে জনসমাগমের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বলে রাজনৈতিক মহলের ধারণা।