মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠক
সেখ রাজু,
মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্যের তত্ত্বাবধানে মঙ্গলকোটের ৬৯ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের কর্মী বৈঠকের আয়োজন করা হয় । আসন্ন পঞ্চায়েত ভোটে মঙ্গলকোটের ২৩ টি সংসদে ভালো ফলাফল করার লক্ষ্যেই আজকের এই কর্মী বৈঠকে কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মীদের উপস্থিতিতে জনজোয়ার পরিলক্ষিত হয় । মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ ও তৃণমূল নেতা আব্দুল রহিম মল্লিকের উপস্থিতিতে সমগ্র কর্মী বৈঠকে স্বতঃস্ফূর্ত কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় । অনুষ্ঠানের শুরুতে মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ ও তৃণমূল নেতা আব্দুল রহিম মল্লিক সহ অন্যান্য নেতৃত্বদের সংবর্ধনা দেওয়া হয় । পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের বিভিন্ন প্রকল্প বিস্তারিত তথ্য তুলে ধরার পাশাপাশি বিজেপি ও সিপিএম মঙ্গলকোটের মাটিতে শুন্য আগামী পঞ্চায়েত ভোটে সমগ্র মঙ্গলকোট বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল হবে এই ধারণা ব্যক্ত করেন উপস্থিত নেতৃত্বরা ।
মঙ্গলকোট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মিহির ঘোষ বলেন বিধায়ক অপূর্ব চৌধুরীর নির্দেশে আজকের এই কর্মী বৈঠক । স্বতঃস্ফূর্তভাবে কর্মীদের উপস্থিতিতে কর্মী বৈঠক জনসভায় পরিণত হয়েছে । এলাকায় যারা লুটেপুটে খাওয়ার ধারণা করেছেন তাদের সঙ্গে দল চলবে না । সত্যি কারের যারা কর্মী আগামী পঞ্চায়েতে ভোটের টিকিট তারা পাবে । সমগ্র মঙ্গলকোট জুড়ে বিধায়কের নেতৃত্বে উন্নয়নের জোয়ার তৈরি হবে ।
তৃণমূল নেতা আব্দুল রহিম মল্লিক বলেন মঙ্গলকোটের ২৩ টি সংসদ তৃণমূলের উন্নয়নের জোয়ারে জয় লাভ করবে । আগামী পঞ্চায়েত ভোট উন্নয়নের নিরীখে হবে । সমগ্র বিধানসভা জুড়ে বিরোধীদের স্থান নেই ।