অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সিউড়িতে
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- সিউড়ি নর্থ বেঙ্গল বাসস্ট্যান্ডে বাথরুমের দরজার সামনে এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তিকে পড়ে থাকতে দেখে যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।এরমধ্যেই কয়েকজন উদ্যোগী হয়ে পড়ে থাকা ব্যক্তিটিকে বাথরুমের দরজার কাছে থেকে সরিয়ে নিয়ে আসে অজ্ঞান অবস্থায়।পরে সিউড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং অজ্ঞান অবস্থায় অপরিচিত ব্যক্তিটিকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। যদিও তখন পর্যন্ত মৃতদেহের সন্ধানে কেউ আসেনি এমনকি মৃতের পরিচয় ও জানা যায়নি।তবে সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যে মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পাশাপাশি মৃতের বাড়ির ঠিকানা পেতে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে বলে জানা যায়।