অতিরিক্ত চিকিৎসা বিল সহ অপব্যবস্থা, বাতিল দশ হাসপাতালের লাইসেন্স

Spread the love

অতিরিক্ত চিকিৎসা বিল সহ অব্যবস্থা, বাতিল দশ হাসপাতালের লাইসেন্স 

সুকান্ত ঘোষ,  
মারণ ভাইরাস করোনা আবহে কোভিড রোগীদের অতিরিক্ত চিকিৎসা বিল সেইসাথে হাসপাতালে চিকিৎসার চরম অপব্যবস্থার অভিযোগ ।এই বিষয়ে লাগাদার অভিযোগ আসছিল তেলেঙ্গানা রাজ্য সরকারের কাছে। বেশ কিছু লিখিত অভিযোগে সারবত্তা পাওয়ায় দশটি হাসপাতালের লাইসেন্স বাতিল করলো তেলেঙ্গানা রাজ্য সরকার। জানা গেছে,  এই দশটি লাইসেন্স বাতিল হওয়ায় হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল এর আগেও লাইসেন্স বাতিলের আওতায় পড়েছিল।করোনার দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা সারা দেশ।ঠিক এইরকম পরিস্থিতিতে তেলেঙ্গানা রাজ্য সরকারের কাছে ১১৫ টি লিখিত অভিযোগ আসে।মূলত করোনা রোগীদের লাগামহীন বিলের জন্য।পাশাপাশি হাসপাতালে চিকিৎসা পরিষেবার অপব্যবস্থার জন্য। শনিবার এই ধরনের অভিযোগের মধ্যে ৭৯ টি হাসপাতাল কে রাজ্য স্বাস্থ ও জনকল্যাণ দপ্তরের তরফে শোকজ পাঠানো হয়।এতে যথাযথভাবে শোকজের উত্তর না পেয়ে দশ টি হাসপাতালের লাইসেন্স বাতিল ঘোষণা করলো তেলেঙ্গানা রাজ্য সরকার। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *