জাহির আব্বাস,
বুধবার জঙ্গলমহল সফর শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় জনসভা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।এদিন মুখ্যমন্ত্রী অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে দাঁড়িয়ে অন্ডাল বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের তৈরি করার জন্য আলোচনা চলছে বলে জানালেন সাংবাদিকদের কে।এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন বাগডোগরা এবং অন্ডাল বিমানবন্দর কে আন্তর্জাতিক রূপ দেওয়া হবে। কলকাতায় বিখ্যাত সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জনসভা থেকে ঘোষণা করেন গান স্যালুট দেওয়া হবে শিল্পী কে। এরফলে মুখ্যমন্ত্রী নিজের সভার সময় এগিয়ে দেন। জানা গেছে বাঁকুড়ায় তাঁর জনসভা করার কথা ছিল বেলা বারোটায় । তবে সঙ্গীতশিল্পী কে-কে কে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে নিজের জনসভার সময় এগিয়ে নেন । সম্প্রতি মুখ্যমন্ত্রী রাজ্যকে শিল্পবান্ধব গড়ে তোলার জন্য শিল্প সম্মেলনের মঞ্চ থেকেই ঘোষণা করেছিলেন -‘ বাগডোগরা এবং অন্ডাল বিমানবন্দর আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে। টার্গেট নেওয়া হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে হিসেবে রাজ্যকে গড়ে তোলার। আর তার জন্য এই দুটি বিমানবন্দরকে তৈরি করতে হবে একেবারে আন্তর্জাতিক পর্যায়ে। আর সেই কাজ শুরু করার আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে এদিন অন্ডালে জানালেন মুখ্যমন্ত্রী। অন্ডাল বিমানবন্দরে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,বীরভূম, পুরুলিয়া এবং সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে যাত্রীরা যাতায়াত করে থাকেন।