অবৈধভাবে বালি পাচারের সময় কুড়িটি ট্রাক্টর আটক, রামপুরহাট এলাকায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম
বীরভূমের রামপুরহাট এসডিপিও, অতিরিক্ত পুলিশ সুপার, ও রামপুরহাট থানার আইসির নেতৃত্বে রামপুরহাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুড়িটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। জেলায় অবৈধ বালি পাচারের অভিযোগ উঠতেই স্বয়ং জেলা শাসক বালি ঘাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালান। সেক্ষেত্রে বেশ কিছু অবৈধ বালি ভর্তি গাড়ির পাশাপাশি মেশিন বাজেয়াপ্ত করেছিলেন। সেরূপ রামপুরহাট এলাকায় রমরমিয়ে অবৈধ বালি ভর্তি ট্রাক্টর চলছে বলে গোপন সূত্রে খবরের ভিত্তিতে রামপুরহাট মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও রামপুরহাট থানার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযানে নামেন। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কে পাঁচটি দলে বিভক্ত করে রামপুরহাট থানার বিভিন্ন এলাকায় একযোগে সাঁড়াশি অভিযানে নামেন। জোরদার তল্লাশি অভিযানে নেমেই কুড়িটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে। আটককৃত বালি বোঝায় ট্রাক্টর গুলোর মধ্যে কোন ট্রাক্টরের মধ্যে বালির কোন বৈধ চালান ছিল না যার প্রেক্ষিতে চালকরা গাড়ি ছেড়ে গাঢাকা দেয়। প্রত্যেকটি বালি বোঝায় ট্রাক্টর পুলিশ বাজেয়াপ্ত করে রামপুরহাট থানার অন্তর্গত ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে মনসুবা মোড়ে আটকে রেখেছে বলে সূত্র মারফত জানা যায়। তবে ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।