অবৈধ কয়লা বোঝায় মোটরসাইকেল সহ ধৃত এক, খয়রাসোল থানায়
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অবৈধ কয়লা পাচার রোধে জেলা পুলিশ তৎপর।কিন্তু একশ্রেণীর অসাধু কয়লা পাচারকারীরা কৌশল বদল করে ফেলেছে।বড় গাড়ি অর্থাৎ চায়না ভ্যান,মারতি,ট্রাকটার, ছোট হাতি বা পিকআপ ভ্যান ইত্যাদির ব্যবহার বন্ধ করে মোটরসাইকেল করে কয়লা পাচার চালাচ্ছে বলে পুলিশের কাছে খবর। সেই খবরের সূত্র ধরে খয়রাশোল থানার পুলিশ নজরদারি বাড়াতেই ধরা পড়ে কয়লা বোঝায় মোটরসাইকেল সহ বাইক আরোহী। জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ পানসিউড়ি মোড় দিয়ে মোটরসাইকেল ভর্তি কয়লা বোঝাই করে পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়ে। কয়লা ভর্তি মোটরসাইকেল সহ ধৃতকে খয়রাসোল থানায় তুলে নিয়ে আসে। জানা যায় ধৃত ব্যক্তির নাম ধরম ডোম, বাড়ি দুবরাজপুর থানার জালালপুর গ্রামে। এদিন কেন্দ্র গড়িয়া এলাকা দিয়ে কয়লা বোঝায় মোটরসাইকেল টি দুবরাজপুর থানা এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলেই পুলিশ জানতে পেরেছে। শুক্রবার পুলিশের পক্ষ থেকে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে খবর।