অবৈধ বালি ভর্তি ডাম্পার ও ট্রাক্টর এবং অবৈধ কয়লা সহ মোটরবাইক আটক, গ্রেপ্তার মোট চার জন

Spread the love

অবৈধ বালি ভর্তি ডাম্পার ও ট্রাক্টর এবং অবৈধ কয়লা সহ মোটরবাইক আটক, গ্রেপ্তার মোট চার জন

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
ওভার লোডের বালি ভর্তি ডাম্পার, ট্রাক্টর এবং অবৈধ কয়লা সহ বাইক আটক করা হয়েছে। সেই সাথে মোট ৪ জনকে গ্রেফতার করলো পুলিশ। অবৈধভাবে বালি ও কয়লা পরিবহনের বিরুদ্ধে বীরভূমে বিভিন্ন থানা এলাকায় শুরু হয়েছে ব্যাপক পুলিশি অভিযান । ইতিমধ্যেই বীরভূমের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অবৈধভাবে পাচার করা বালি, কয়লা গাড়িসহ পাচারকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পাশাপাশি ওভারলোডেড বালির গাড়িও আটক করেছে। সেই রকমই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে একটি সাফল্য পাই বীরভূম জেলা পুলিশ। বীরভূমের সিউড়ি থানার লম্বোদরপুর মোড়ের কাছে
মালদা গামী ওভারলোডেড বালি ভর্তি একটি ডাম্পার আটক করে পুলিশ। পাশাপাশি ওই ডাম্পারের চালকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এরপরে মহম্মদ বাজার থানা এলাকায় 14 নম্বর জাতীয় সড়কে দেওচা ব্রিজের কাছে ওভারলোডেড বালি ভর্তি একটি ট্রাক্টর আটক করা হয়। অপরদিকে দুবরাজপুর থানা এলাকার জয়দেব মোড়ের কাছে অবৈধভাবে কয়লা বোঝায় একটি বাইক আটক করে এবং ওই পাচারকারীকে গ্রেফতার করা হয়। মোটরসাইকেল সহ প্রায় ১০ ক্যুইন্টাল কয়লা উদ্ধার করে পুলিশ। দুবরাজপুরের কাছাকাছি কোন ইট ভাটাই ওই কয়লা পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানতে পারে।উদ্ধারকৃত বালি, কয়লা ও গাড়ি গুলি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং ওইসব থানার ওসিদের এ বিষয়ে মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তী বলে পুলিশ সূত্রে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *