অমর বন্ধুত্ব
পপি সূত্রধর (বাংলাদেশ)
আমাদের বন্ধুত্বে লাগাম দেয়া,
নেই চাওয়া পাওয়ার মাপ।
আমরা একে অন্যকে উচিৎ অনুচিতে দেই না একটু ছাড়।
আমরা ধার ঋণে দেনা পাওনায় এক পয়সাও দেই না ছাড়।
আমরা বন্ধু বলে একে অন্যের দোষ লুকিয়ে গাই না গুণ।
কষ্ট পাবে বলে অন্যায়কে দেই না প্রশ্রয় ।
একে অন্যের জন্মদিনে সারপ্রাইজ পার্টিও রাখি না।
আমরা একে অন্যের ভালো দিকের থেকে মন্দের দিকে বেশি খেয়াল রাখি।
আমরা একে অন্যের ত্রুটি ধরে দিলে কষ্ট না পেয়ে বরং লজ্জিত হয়ে সঙ্গে সঙ্গে শোধরে নিই।
আমরা সব সময় প্রচীন সজ্জায় সচেতন সুদর্শন বিশেষিত।
যদি কেউ বন্বুত্বে বদনাম রটাতে চায় আমরা তাদের হেনস্তায় বাকি রাখি না।
আমরা হিন্দু ও মুসলিম ধর্মের হয়েও ধর্মের দেয়াল টেনে আনি-না,
আমরা একে অন্যের ধর্মীয় বিধি নিষেধ পালনে সহায়তা করি।
আমার দেয়া সিদ্ধান্ত সে গ্রহণ করে আর আমি তার, কোনো প্রশ্ন না করেই ।
আমরা বছরের পর পর পার করেছি ঝগড়া বিবাদ না করে।