সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান) দীর্ঘ প্রতীক্ষার অবসান।অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা। সারা দেশের পাশাপাশি উন্মাদনা পূর্ব বর্ধমানের ভাতাড়ে। এদিন ভাতাড় বাজারে রাম মন্দিরের উদ্বোধনের সম্প্রচার দেখানোর জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। সকাল থেকেই বিভিন্ন মন্দিরে হোম যজ্ঞ ও নাম সংকীর্তনের ব্যবস্থা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে বিজেপি নেতা মহেন্দ্রনাথ কোনার বলেন, সারা বিশ্বের পাশাপাশি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠানের সাক্ষী হয়ে রইল ভাতাড়বাসি। এদিন ভাতাড় মহাপ্রভুর তলায় হোমযজ্ঞ ও প্রায় সাত হাজার মানুষের জন্য ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতিতে ভাতাড় বাজারে উৎসবের চেহারা। রামলালার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে সম্প্রীতির বার্তা বিজেপি নেতা তথা এফসিআই কেন্দ্রীয় কমিটির বোর্ড মেম্বার মহেন্দ্রনাথ কোনারের। তবে এদিন কোনরূপ অপ্রীতিকর ঘটনা এড়াতে ভাতাড় বাজারে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ভাতাড় থানার ওসি পঙ্কজ নস্করের নেতৃত্বে ভাতাড় থানার পুলিশ কর্মীদের সহযোগিতায় ভাতাড় বাজারে লাইভ সম্প্রচার অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।