আইনি সচেতনতা শিবির।
২৪ অক্টোবর, সেখ সামসুদ্দিনঃ মন্তেশ্বর ব্লকের অন্তর্গত করন্দা গ্রামে আইনি সচেতনতা শিবির করা হয়। জাতিসংঘ দিবসকে কেন্দ্র করে আজ করন্দা যুব কিশোর সংঘের উদ্যোগে বর্ধমান আইনি পরিষেবার কর্তৃপক্ষের সহযোগিতায় বিনা ব্যয়ে অর্থাৎ (নিঃখরচায়) মামলার নিষ্পত্তি সুবিধা পাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়। মহিলা ও শিশু, তপশিলি জাতি এবং উপজাতি সদস্য, যে কোন শিল্প শ্রমিক, মানসিক দিক দিয়ে অসুস্থ বা শারীরিক অথবা অন্য ভাবে প্রতিবন্ধী, বন্যা ,খরা, ভূমিকম্প সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, শিক্ষাক্ষেত্রে বিপর্যয়ের শিকার, এমন ব্যক্তিগণেরা এই সুযোগ সুবিধা পাবেন। এই শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান কোর্টের বিচারক মাননীয় শুভঙ্কর বিশ্বাস, কলকাতা হাইকোর্টের আইনজীবী মিলন কোঙার, পিপলন গ্রাম পঞ্চায়েতের প্রধান বাপি শেখ, যুব কিশোর সংঘে সম্পাদক রাজিব মুখার্জী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।