আউশগ্রামে বিশেষ ক্যারাটে শিবির
প্রত্যুষ চক্রবর্তী,
গুসকরা বিবেকানন্দ শিশু বিদ্যামন্দিরের প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের নিয়ে পার্থ ফাইট আর্টস-এর উদ্যোগে আয়োজিত হল বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবির। বর্তমান সময়ে নারী নির্যাতনের পাশাপাশি শিশু থেকে বৃদ্ধা সকলেই কোনো না কোনোভাবে দুষ্কৃতীদের আক্রমণের শিকার হচ্ছেন। সেই কারণেই ছাত্র-ছাত্রীদের আত্মরক্ষায় সক্ষম করে তুলতে বিভিন্ন স্কুলে শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ কর্মসূচি।স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক বছর ধরে সপ্তাহে দু’দিন করে নিয়মিতভাবে ক্যারাটে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই নতুন করে নাম নথিভুক্ত করছে। এবছর প্রায় ১১০ জন ছাত্র-ছাত্রী বেল্ট পরীক্ষায় অংশ নিয়েছে। পাশাপাশি আগামী ১৮ জানুয়ারি স্কুল থেকে পাঁচজন প্রতিযোগী রাজ্যস্তরের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে, যা স্কুলের জন্য গর্বের বিষয়।পার্থ ফাইট আর্টসের কর্ণধার পার্থসারথি পাল জানান,, -”ক্যারাটে শুধু আত্মরক্ষা শেখায় না, বরং বাচ্চাদের স্মৃতিশক্তি বৃদ্ধি, মানসিক বিকাশ ও শৃঙ্খলা পরায়ণতাও নিশ্চিত করে”। তাই সকলেরই ছোটবেলা থেকে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া উচিত বলে তিনি মনে করেন।
