মোল্লা জসিমউদ্দিন টিপু,
আজ আমার বাবার ৫ তম মৃত্যুবার্ষিকী। সবকিছুই আছে,নেই শুধু বাবা।প্রয়াত বাবা ( মহম্মদ নুরুল হোদা মোল্লা) দীর্ঘ ৩০ বছর বিচারক পদে ছিলেন।সদর বর্ধমান,আরামবাগ,কালনা,সিউড়ি,দাঁতন,আলিপুর,আলিপুরদুয়ার, বসিরহাট,মেদনীপুর,গড়বেতা, শ্রীরামপুর আদালতগুলিতে ছিলেন। ছিলেন কাটোয়া মহকুমা আদালতে আইনজীবী, কাটোয়া শহরের এক স্কুলের শিক্ষক এবং কাটোয়া কলেজের আংশিক লেকচারার ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে প্রথম ব্যাচে এমএ ডিগ্রি অর্জন করেছিলেন। ‘দ্য স্টেটসম্যান’, সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। কাটোয়ার শ্রীখন্ডে পৈতৃক ভিটা হলেও মঙ্গলকোট নুতনহাটে বাড়ি।আজকের দিনেই বাবা মারা যান ৬৮ বছর বয়সে