আড়িয়াদহে জয়ন্তের বাড়ি ভাঙ্গার নোটিশে দু সপ্তাহের স্থগিতাদেশ দিল হাইকোর্ট
মোল্লা জসিমউদ্দিন,
কামারহাটির আড়িয়াদহে জয়ন্ত সিংয়ের বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। কামারহাটি পুরসভার বাড়ি ভাঙার নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আগামী ২ সপ্তাহের মধ্যে ভাড়া যাবে না জয়ন্ত সিংয়ের বাড়ি। আগামী ২৩ জুন এই মামলার পরবর্তী শুনানি। ওই বাড়ির বাসিন্দা বলে দাবি করা প্রকাশ কুমার সিংয়ের মামলার পরিপ্রেক্ষিতে নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চ আদালত।পুরসভার নির্দেশ মতো, শনিবার বাড়ি ভাঙা হবে বলে জানিয়েছিল।। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন প্রশান্ত সিং।তিনি নিজেকে ওই বাড়ির এক বাসিন্দা বলে দাবি করেন। তাঁর দাবি, পুরসভা নোটিস দেওয়ার আগে কোনও হিয়ারিং করেনি। এরফলে ওই বাড়ির বাসিন্দা হিসেবে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ পাননি তাঁরা। যদিও সিঙ্গল বেঞ্চে মূল মামলাকারীর আইনজীবীর দাবি, -‘বর্তমান মামলাকারী প্রশান্ত সিং ওই বাড়িতে কোনওদিন ছিলেন না। ওই বাড়ির বাসিন্দা হিসেবে থাকার কোনও নথি তিনি দেখাতে পারবেন না’। মূল মামলাকারীর আইনজীবী আরও বলেন, -‘ওই বেআইনি নির্মাণের মাথা জয়ন্ত সিং এখন অন্য মামলায় অভিযুক্ত হয়ে জেলে’। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ , ওই বাড়ি তৈরির আগে সেখানে পুকুর, ডোবা ছিল। সব বুঁজিয়ে জয়ন্ত সিং বেআইনিভাবে ওই বাড়ি তৈরি করেছিলেন। এদিকে, কামারহাটি পুরসভার বক্তব্য, ওই বাড়ি সম্পর্কে তাঁরা কিছুই জানত না। তবে পরে তাঁদের কাছে খবর এসেছিল যে, বাড়ি বানানোর জন্য পিছনের পুকুরের একাংশ ভরাট করা হয়। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হলে আদালত বাড়ি ভাঙার নির্দেশ দেয়। তবে আপাতত স্বস্তি জয়ন্তর।আগামী ২৩ জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।