আদিবাসী সমাজের উন্নয়নে ভুয়ো এস টি কার্ড বাতিলের দাবি

Spread the love

আদিবাসী সমাজের উন্নয়নে ভুয়ো এস টি কার্ড বাতিলের দাবি

সেখ সামসুদ্দিন, ৮ জানুয়ারিঃ আসন্ন পৌষ পরব উপলক্ষে মেমারি থানার খয়েরপুর দূরসীমানা গ্রামে মারাং বুরু সেবা নিকেতনে পাঁচ শতাধিক মহিলা পুরুষের জমায়েত। এই মারাং বুরু সেবা নিকেতনে সমাজসেবী সরকার মান্ডি আদিবাসী সমাজের ডাইন প্রথা সহ নানান কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতায় কাজ করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়ে উন্নয়নে কাজ করে চলেছেন। মদ ছাড়ানো, ধর্মান্তর রদ, পারিবারিক সমস্যার বিষয়েও সমাধানে অগ্রণী ভুমিকা নিয়ে থাকেন। সাপে কামড়ালে, রোগ হলে আগে ওঝা নয়, হাসপাতালে বা চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন। বছরের বিভিন্ন সময়ে বনসৃজন, শাড়ি, শীতবস্ত্র প্রদান সহ সামাজিক কাজ করে থাকেন। তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়নের সঙ্গে মারাং বুরু থানে আদিবাসী সমাজের বহু মণীষীর আবক্ষ মূর্তি স্থাপন করতে উদ্যোগী হয়েছেন। আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যেরও মানুষ এসেছেন। পৌষ সংক্রান্তিতে আদিবাসী সমাজের হাঁড়ি পরবের আগে নানান বিষয়ে সতর্ক করার সঙ্গে প্রয়োজনীয় নির্দেশ দেন। সারা রাত ব্যাপী চলবে নানান সমস্যা নিয়ে আলাপ আলোচনা। সরকার মান্ডি সমাজসেবক শুধু নন, একজন আদিবাসী গানের বেতার শিল্পী। ফলে তিনি গানে ও কথায় সভাকার্য চালান। এদিনের সভা থেকে ভুয়ো এস টি কার্ডধারীদের চিহ্নিত করে অবিলম্বে সংশোধনের দাবি জানান সরকার মান্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *