আমন্ত্রণপত্র বিলি ও  দুর্নীতির অভিযোগ জগন্নাথের

Spread the love

আমন্ত্রণপত্র বিলি ও  দুর্নীতির অভিযোগ জগন্নাথের

খায়রুল আনাম,

–জেলা সদর শহর সিউড়িতে   এদিন অযোধ্যার রাম মন্দিরের  অক্ষত প্রসাদ ও সাদর আমন্ত্রণপত্র বিলি করলেন রাজ্য বিজেপির  সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।  সেইসাথে তিনি বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সম্পাদক ধ্রুব সাহাকে সঙ্গে নিয়ে এখানকার একটি মন্দির চত্বর ঝাঁটা হাতে পরিষ্কার করেন।

   পরে এদিন জগন্নাথ চট্টোপাধ্যায়  দলের জেলা কার্যালয়ে বীরভূমের সাংসদ শতাব্দী রায় তাঁর সাংসদ তহবিলের অর্থ থেকে  সিউড়ি পৌরসভাকে পথবাতি লাগাবার জন্য  যে ৬০ লক্ষ টাকা দিয়েছেন, তাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন যে, সাংসদ তহবিলের টাকার একশো শতাংশই কেন্দ্রের দেওয়া। কেন্দ্রীয়  সরকারের পরিসংখ্যান  এবং প্রকল্প মন্ত্রক এটি নিয়ন্ত্রণ করে। সেই অর্থ থেকেই সাংসদ শতাব্দী রায় সিউড়ি পৌরসভাকে  ৯৯৯টি পথবাতি লাগানোর জন্য ৬০ লক্ষ টাকা  দেন। কিন্তু যে ই-টেণ্ডার করা হয়েছে সেখানে নানাভাবে দুর্নীতি করা হয়েছে বলেই এদিন জগন্নাথ চট্টোপাধ্যায়  সরাসরি অভিযোগ করেন।।

 ছবি : আমন্ত্রণপত্র বিলি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *