‘ইয়াসে’ করোনায় বিধিনিষেধে শিথিলতা রাজ্যে
খায়রুল আনাম,
করোনা আবহে বিপদের আরেক নাম ইয়াস নামে এক ঘূর্ণিঝড়। যা আগামী বুধবার সন্ধেবেলায় আছড়ে পড়ার কথা এই রাজ্যে। যদিও গত শনিবার থেকেই রাজ্য সরকার ইয়াসের মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি নিয়ে ফেলেছে।জেলা থেকে ব্লক স্তরে পুলিশ প্রশাসনের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকও হয়েছে। রবিবার দুপুরে নবান্ন থেকে জরুরি ভিক্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য।তাতে ইয়াসের জন্য করোনায় বিধিনিষেধে শিথিলতা আনা হয়েছে। চাষের কাজ এবং উদ্যানপালনের কাজে ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি পরিবহনে কৃষির যন্ত্রাংশ, সার নিয়ে যাতায়াতে ছাড় দেওয়া হয়েছে। তবে মাস্ক – স্যানিটাইজারের ব্যবহার আবশ্যিক রেখেছে রাজ্য।গত শনিবার মুখ্যমন্ত্রী জেলার ডিএম এসপিদের নিয়ে বৈঠকও সেরেছেন ইয়াস নামে ঘূর্ণিঝড় মোকাবিলায়।