উদয়শঙ্কর নৃত্যোৎসব আয়োজিত বর্ধমান রবীন্দ্র ভবনে
সেখ সামসুদ্দিন, ১৬ ডিসেম্বরঃ তিন দশক ধরে চলে আসা উদয়শঙ্কর নৃত্যোৎসব আয়োজিত হয় বর্ধমান রবীন্দ্র ভবনে। উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল। উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় সহ বর্ধমানের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিরজু মহারাজ ও সরোজ খান পুরস্কারে সম্মানিত করবেন বলে জানান ছন্দম নৃত্যালয়ের অধ্যক্ষ মেহবুব হাসান। অনুষ্ঠানে সহযোগিতা করেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক, মুদ্রা নৃত্য চর্চা কেন্দ্র, দেব ফাউন্ডেশন বাংলাদেশ ও বর্ধমান ড্যান্সার্স গিল্ড। এখানে রাজ্যের ৮৫ জন নৃত্য শিল্পী ও নৃত্যগুরু অংশগ্রহণ করেন।