উদার আকাশ সাহিত্য আড্ডা

Spread the love

উদার আকাশ সাহিত্য আড্ডা

রাজকুমার দাস,

হেমন্তের অপরাহ্নে চা-এ চুমুক দিতে দিতে বুধবার ঘরোয়া আড্ডা জমে উঠল কবি রাজন গঙ্গোপাধ্যায়ের বহরমপুরের বসতবাড়ির লাইব্রেরিতে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ্ খাজিম আহমেদ ও উদার আকাশ প্রকাশন সংস্থার কর্ণধার-গবেষক ফারুক আহমেদ। কথায়-কথায় উঠে এল মুর্শিদাবাদ জেলার কৃতী সন্তান রাধাকমল মুখোপাধ্যায়-এর কথা। শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হল সম্প্রীতি-সমন্বয়ের অগ্রদূত মনীষী রেজাউল করীমের নাম। শক্তিনাথ ঝা, জহর সেন, আবুল হাসনাত, মইনুল হাসানের গুরুত্বপূর্ণ গ্রন্থগুলির কথাও ঘুরে-ফিরে আলোচিত হল। ফারুক আহমেদ জানালেন, আগামীদিনে এই গুণীজনদের নিয়ে তাঁর কাজ করার পরিকল্পনা আছে।
উদার আকাশ থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘জুডাসের রাধা’ থেকে কবিতা পাঠ করে শোনালেন রাজন গঙ্গোপাধ্যায়। খাজিম আহমেদ বললেন-এমন ছোটো ছোটো গঠনমূলক সৃজনশীল আড্ডা অত্যন্ত প্রয়োজন ও কার্যকারী। এদিন উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত খাজিম আহমেদ-এর “বাঙালি মুসলমান : আপন ভুবনের সন্ধানে এবং পশ্চিমবাংলার বাঙালি মুসলমান : অন্তবিহীন সমস্যা” গবেষণা গ্রন্থদ্বয় নিয়ে আলোচনা করেন ইংরেজি সাহিত্যের গবেষক-শিক্ষক হাবিবুল্লাহ হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *