উদ্বাস্তু মঞ্চ ও দেশের ডাক ফাউন্ডেশনের উদ্যোগে সিএএ ফর্ম পূরণে সহায়তা ক্যাম্প
সেখ সামসুদ্দিন, ৩০ আগস্টঃ পূর্ব বর্ধমানের মধ্যে প্রথম মেমারি উদ্বাস্তু মঞ্চ ও দেশের ডাক ফাউন্ডেশনের উদ্যোগে সিএএ ফর্ম পূরণে মেমারিতে চালু হল সহায়তা ক্যাম্প। মেয়ারি থানার পারিজাত নগর বটতলা বাজার প্রাঙ্গণে দেশের ডাক ফাউন্ডেশনের দীপ্তাস্য যশের আহ্বানে এই ক্যাম্পে পারিজাত নগর, উদয়পল্লী, কৈলাসপুর, মহেশডাঙ্গা ক্যাম্প সহ এলাকার পূর্ববঙ্গ থেকে আসা ব্যক্তিরা দলে দলে ফর্ম সংগ্রহ করেন ও অনলাইনে আবেদন করতে নিয়ম-কানুন জানেন। দেশের ডাক ফাউন্ডেশনের ট্রাস্টি দেবজিৎ সরকার বলেন ২০১৪ সালের আগে আসা বাংলাদেশী হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যেই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছেন।এখানে শিবির থেকে বিনামূল্যে চার পৃষ্ঠার ফর্ম দেওয়া হয়।পাশাপাশি বলে দেওয়া হয় নিজের নাম, বাবার নাম, স্বামী বা স্ত্রীর নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, ইমেল আইডি, আধার কার্ড, বাংলাদেশের ঠিকানা বা প্রমাণপত্র এবং এদেশের সঠিক ঠিকানা পূরণ করতে হবে। এছাড়াও নোটারি এফিডেভিট ও স্থানীয় একজন ব্যক্তির দ্বারা ধর্মীয় পরিচয় শংসাপত্র দিতে হবে। এই ক্যাম্পে সরকার নির্ধারিত ৫০ টাকা ফি লাগবে এর বাইরে কোন খরচা লাগবে না। যদি কেউ এফিডেবিট বা শংসাপত্র পেতে সমস্যায় পড়েন তখন এই ক্যাম্পে থাকা ব্যক্তিরা ২৫০ টাকার বিনিময়ে সহায়তা করবেন। এই ক্যাম্পে নির্দ্বিধায় সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন যারা বাংলাদেশী উদ্বাস্তু হিন্দু একমাত্র তারাই এই আবেদন গ্রহণ করবেন এবং অনলাইনে আপলোড করবেন। এদেশীয় হিন্দু, মুসলিম বা অন্যান্য সম্প্রদায়ের কাউকে এই ফর্ম পূরণ করতে হবে না। তারা জন্মসূত্রেই এদেশের নাগরিক। আজ থেকে চালু হওয়া সহায়তা ক্যাম্প যতদিন না শেষ আশা হিন্দু বাংলাদেশী উদ্বাস্তুর আবেদন পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত চালু থাকবে। তবে যারা অন্য রাজনৈতিক দলের প্রচারে ফর্ম পূরণ করবেন না, তাদের কোনো দায়িত্ব ভারত সরকার নেবে না।