একমাত্র পুত্রের প্রয়াণ দিবসে দুস্থদের বস্ত্র দান মা-বাবার।

Spread the love

একমাত্র পুত্রের প্রয়াণ দিবসে দুস্থদের বস্ত্র দান মা-বাবার।


শুভদীপ মন্ডল বাঁকুড়া।:-আজ থেকে ১৪ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় রাইপুর থানা গোড়ার বাসিন্দা শিক্ষক দম্পতি গৌতম বিশ্বাস ও শ্যামলী বিশ্বাসের একমাত্র পুত্র ঋক বিশ্বাসের। রিক বিশ্বাসের স্মৃতিকে ধরে রাখতে তাদের একমাত্র পুত্রের জন্মদিন ও মৃত্যু দিনে দুটি সেবামূলক অনুষ্ঠান করে থাকেন বিশ্বাস দম্পতি জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন ও মৃত্যু দিবসে নরনারায়ণ সেবা ও শীতবস্ত্র দান উৎসব। আজ ছিল রীত বিশ্বাসের চতুর্দশ তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে আজ তাদের বাড়িতে হোম যজ্ঞের অনুষ্ঠান নর নারায়ণ সেবা ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাইপুর থানার আইসি পলাশ কুমার বারিক, রাইপুর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল রায় ,বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শ্যামল কুমার দে, বিশিষ্ট শিক্ষক ফটিকা খাঁ, বাঁকুড়া জেলা পরিষদ সদস্য রাজ কুমার সিংহ, রাইপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শান্তি নাথ মন্ডল, অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক বিজয় মন্ডল, সারেঙ্গা বিশিষ্ট সমাজসেবী ধীরেন্দ্রনাথ ঘোষ, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য দিব্যেন্দু সন্নিগ্রহী, শক্তি কুমার বিশ্বাস সহ বিশিষ্ট মানুষ জন। এদিনের বস্ত্র দান অনুষ্ঠানে দেড় শতাধিক দুস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক রাধামাধব মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *