এনইউজেএস-এর রজতজয়ন্তী সূচনা বিশেষ ডাকটিকিট ও কভার প্রকাশ

Spread the love

এনইউজেএস-এর রজতজয়ন্তী সূচনা বিশেষ ডাকটিকিট ও কভার প্রকাশ

পারিজাত মোল্লা,

পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর রজতজয়ন্তী উৎসবের সূচনা হল সোমবার ঐতিহাসিক টাউন হলে।বিশ্ববিদ্যালয়ের ২৫ বছরের পথচলা স্মরণে প্রকাশিত হল বিশেষ কভার ক্যান্সেলেশন ও ‘মাই স্ট্যাম্প’। ডাক বিভাগের ফিলাটেলিক ব্যুরো, জি.পি.ও সহযোগিতায় এই বিশেষ প্রকাশনার আয়োজন করে ডব্লিউবিএনউজেএস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবগনানম। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন রাজ্যের আইনমন্ত্রী, কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী, এবং পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নির্মল কান্তি চক্রবর্তী বলেন, “বিশেষ কভার ক্যান্সেলেশন ও মাই স্ট্যাম্প প্রকাশ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ মুহূর্ত। এটি কেবল রজতজয়ন্তী উদ্‌যাপন নয়, সমাজের আস্থার প্রতিফলনও বটে। আইনশিক্ষার এক মন্দির হিসেবে আমাদের দায়বদ্ধতার প্রতীক।”

প্রখ্যাত আইনবিদ অধ্যাপক এন. আর. মাধব মেননের উদ্যোগে প্রতিষ্ঠিত এনইউজেএস ইতিমধ্যেই দেশের অন্যতম শীর্ষ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পেয়েছে। এনএএসি কর্তৃক ‘এ প্লাস’ স্বীকৃত বিশ্ববিদ্যালয়টি ২০২৫ সালের এনআইআরএফ তালিকায় দেশের আইন শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে।

বছরভর নানা একাডেমিক, সাংস্কৃতিক ও জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে চলবে এনইউজেএস-এর রজতজয়ন্তী উৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *