দলের নির্দেশ অনুযায়ী এসআইরের বিরুদ্ধে লড়াইয়ের ডাক সুন্দরবনের তৃণমূলের দুই ব্লক সভাপতির। ইতিমধ্যে রাজ্যে লাগু হয়ে গিয়েছে এসআইআর। যা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল। বরাবরই তৃণমূল দাবি করে এসেছে এসআইআর যেন বিজেপির রাজনৈতিক অ্যাজেন্ডা না হয়ে দাঁড়ায়। তাই প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। তাই দলের নির্দেশ মতোই এসআইয়ের বিরুদ্ধে লড়তে প্রস্তুত বসিরহাটের সুন্দরবনের মিনাখাঁ বিধানসভার তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ ১ ও ২ নং ব্লকের সভাপতিরা। তৃণমূলের মিনাখাঁ ব্লক ১ এর নব নিযুক্ত সভাপতি সাইফুদ্দিন মোল্লা ও মিনাখাঁ ব্লক ২ এর পুনঃনিযুক্ত ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লারা বামনপুকুরের এক সংবর্ধনা সভায় এসে এমন কথাই জানালেন। তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ ব্লক ১ সভাপতি সাইফুদ্দিন মোল্লা বলেন, “দলীয় নির্দেশ মতো আমরা কাজ করবো। এসআইআর এর বিরোধিতা হোক অথবা যেকোনো দলীয় কর্মসূচী মিনাখাঁর তৃণমূলের সমস্ত স্তরের নেতা, কর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নামবো।” অপরদিকে মিনাখাঁ ব্লক ২ সভাপতি তাজউদ্দিন মোল্লা বলেন, “বিগত বিধানসভা নির্বাচনের থেকে আরও বেশি ভোটে আমরা আগামী ‘২৬ এর নির্বাচনে মিনাখাঁ বিধানসভা থেকে জয়লাভ করবো।” এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন মিনাখাঁর বিধায়িকা ঊষা রানী মন্ডল, তৃণমূল কংগ্রেসের মিনাখাঁ বিধানসভার চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল ও বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিলন সর্দার সহ মিনাখাঁ ব্লকের একাধিক পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা।
এসআইআর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সুন্দরবনের দুই তৃণমূল ব্লক সভাপতি
