ওড়িশি নৃত্য কর্মশালা মঙ্গলকোটে

Spread the love


মঙ্গলকোটের মাজিগ্রামে গীতাঞ্জলি নাচের স্কুলের উদ্যোগে তিন দিন ব্যাপী আয়োজিত ওড়িশি নৃত্য কর্মশালা। উপস্থিত কলকাতার বিখ্যাত নিত্য শিল্পী ডঃ অর্পিতা ভেঙ্কটেশ।

পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাজিগ্রামে আয়োজিত হলো
গীতাঞ্জলি নাচের স্কুলের উদ্যোগে তিন দিনব্যাপী ওড়িশি নৃত্য কর্মশালা। উপস্থিত কলকাতার বিখ্যাত নিত্য শিল্পী ডঃ অর্পিতা ভেঙ্কটেশ।

এই কর্মশালায় বোলপুর, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা থেকে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

মূলত গ্রাম বাংলায় যে সমস্ত প্রতিভাবান ছাত্র-ছাত্রী রয়েছেন তাদেরকে চিহ্নিত করা।

বেশকিছু ছাত্র-ছাত্রী দারুণ পারফরম্যান্স দেখান।

বিদ্যালয়ের প্রিন্সিপাল জ্যোতি প্রকাশ সামন্ত জানান,
দীর্ঘ পাঁচ বছর ধরে আমি এখানে নাচের স্কুল চালাচ্ছি।
তো গ্রাম বাংলার অভিভাবকরা এত সচেতন আমি ভাবতেও পারিনি।
এখানকার ছাত্রছাত্রীরা খুব ভালো।
তার সাথে অভিভাবকরাও।
আর এই তিন দিন যে কর্মশালা চলল তাতে বাইরে থেকে বহু ছাত্র-ছাত্রী এসেছে আগামী দিনে এর থেকেও বড় কর্মশালা আমরা করব। তার উৎসাহ পেলাম এই কর্মশালা থেকে।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *