কথা রাখলেন সংস্কৃতি প্রেমী রাইপুরের বিডিও উদয়নারায়ন দে।

Spread the love

কথা রাখলেন সংস্কৃতি প্রেমী রাইপুরের বিডিও উদয়নারায়ন দে।


শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:–জঙ্গলমহলের রাইপুর বাজার এলাকায় বামফ্রন্টের আমলে বেশ কিছু মনীষীর মূর্তি স্থাপন করা হয়েছিল তাদের প্রতি উল্লেখযোগ্য স্বাধীনতা আন্দোলনের চুয়াড় বিদ্রোহের নায়ক দুর্জন সিং ফতে সিং, সিধু কানু, পন্ডিত রঘুনাথ মুরমু, কবি সুকান্ত ভট্টাচার্য। মূর্তিগুলির মধ্যে বর্তমানে জঞ্জালে পরিপূর্ণ হয়েছিল দুর্জন সিং ফতে সিং ও সুকান্ত ভট্টাচার্যের স্থানগুলি। সম্প্রতি সুকান্ত ভট্টাচার্যের জায়গাটি পরিষ্কার করা হয়েছে আজ সকাল পর্যন্ত যে স্বাধীনতা সংগ্রামী চুয়াড় বিদ্রোহের নায়ক দুর্জন সিং ও ফতে সিংহের মূর্তিটি আগাছায় পূর্ণ ছিল সেই সংবাদটি সংবাদ মাধ্যমের মারফত রাইপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক উদয়নারায়ন দে এর কাছে পৌঁছালে তিনি সঙ্গে সঙ্গে তদন্ত করে পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করেন। কয়েক ঘণ্টার মধ্যেই মধ্য থেকে পরিষ্কার করিয়ে শ্রদ্ধা নিবেদনের জায়গা করে দিলেন। এই প্রসঙ্গে বিডিও উদয়নারায়ন দে বলেন এ আর কি এমন কাজ এলাকার উন্নয়নের জন্যই আমাকে এখানে নিয়োগ করা হয়েছে সমাজ সংস্কৃতি এর থেকে আলাদা নয় এর আগে আমার জানা ছিল না মূর্তিগুলি এই অবস্থায় রয়েছে আমি জানতে পারার সাথে সাথেই তা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি মাত্র সকলের সহযোগিতায় এই শ্রদ্ধেয় মনীষীদের মূর্তির জায়গা গুলি যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এই কামনা করি। জায়গা গুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।” এখানে উল্লেখ্য রাইপুরের বিভিন্ন অনুষ্ঠানে অন্যান্য মনীষীদের মূর্তিগুলিতে শ্রদ্ধা নিবেদন হলেও দুর্জন সিং ও ফতে সিং উপেক্ষিত থেকে যায় যার কারণেই জায়গাগুলি জঞ্জালে পরিণত হয়ে থাকে। আজকের এই ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহের নেতাদের শ্রদ্ধা জানানোর জায়গাটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়ার জন্য রাইপুরের বিডিও উদয়নারায়ণ দে কে এলাকার মানুষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশিষ্ট শিক্ষক সমাজসেবী নন্দলাল মাহাত, শিক্ষক ও কবি মোঃ ইউনুস, কবি বুদ্ধদেব মিশ্র , শিক্ষক শুভাশীষ রজক রা বলেন বিডিও সাহেবের এই উদ্যোগকে শ্রদ্ধা জানাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *