কন্যাশ্রী দিবস উপলক্ষে রক্তদান শিবির ও অনুষ্ঠান ইন্দ্পুরে
। সাধন মন্ডল বাঁকুড়া:- কন্যাশ্রী দিবসের প্রাক্কালে কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রীদের উদ্যোগে ইন্দপুরের বাগডিহা হাই স্কুলে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবির অনুষ্ঠিত হল। বুধবার বাগডিহা হাই স্কুলের কাদম্বিনী দেবী কন্যাশ্রী ক্লাবের উদ্যোগে এবং বি আর আম্বেদকর কণ্জুমার ক্লাব ও ডারউইন ইকো ক্লাবের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, ইন্দপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক ফারহাদ আলী মিদ্যা, ইন্দপুর ব্লকের অনগ্রসর শ্রেণি কল্যাণ আধিকারিক গৌউরহরি মণ্ডল,ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শর্মিষ্ঠা বাউরি, ইন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ সাহানা সহ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। স্কুল কর্তৃপক্ষ জানান, রক্তদানে এগিয়ে আসেন প্রাক্তনী, স্বনির্ভর গোষ্ঠী, স্থানীয় বাসিন্দা থেকে স্কুলের শিক্ষকেরা। উল্লেখযোগ্যভাবে শিবিরে রক্তদান করেন ইন্দপুর চক্রের এসআই ফারহাদ আলী মিদ্দা। শিবিরে ২ জন মহিলা সহ মোট ২৭ জন রক্তদান করেছেন। ছাত্র- ছাত্রীদের দাঁতের চিকিৎসা থেকে রক্তের গ্রুপ নির্ণয় শিবিরও হয় স্কুলে ।শিবিরের রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা। কন্যাশ্রী ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন অনুষ্ঠানের উপস্থিত প্রশাসনের কর্তাব্যক্তিরা । এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন।