কমলা চ্যাটার্জি স্কুল ফর গার্লসে শিখন সামগ্রীর প্রদর্শনী
পারিজাত মোল্লা ,
বালিগঞ্জ ফার্ন রোডে অবস্থিত সপ্তদশ চক্রের অধীন কমলা চ্যাটার্জী স্কুল ফর গার্লস(প্রাথমিক )- এ শিক্ষণ-শিখন সামগ্রীর ওপর প্রদর্শনী আয়োজিত হয়েছিল lএই অনুষ্ঠানটির শুভ সূচনা করেন কলকাতা জেলার সপ্তদশ চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক মাননীয় শ্রী সমীর মজুমদার মহাশয় l তাঁর মূল্যবান বক্তব্য ও উপদেশ ছাত্র ছাত্রীদের উৎসাহিত ও সমৃদ্ধ করে lঅনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন এই বিদ্যালয় কমিটির চেয়ারম্যান শ্রী সমীর কুমার সেন মহাশয়, বিদ্যালয় পরিদর্শক মহাশয় ও কমলা চ্যাটার্জী স্কুল ফর গার্লস এর দিবা বিভাগের শিক্ষিকাগণ। এলাকার স্থানীয় মানুষজন ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবক / অভিভাবিকাদের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিলো lএই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি আশা সাফুই তাঁর মূল্যবান বক্তব্য আমাদের সামনে তুলে ধরেন l তিনি জানান, ” খেলার ছলে ও আনন্দ সহযোগে সারা বছর ধরে যে সকল T. L.M এর মাধমে ছাত্র ছাত্রীদেরকে পঠন পাঠনে আরও বেশি মনোযোগী করে তোলা যায় এবং শিক্ষার মানকে উন্নত করা যায় তারই নমুনা এখানে প্রদর্শিত হয়েছে l শিক্ষার্থীদের ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ l”বিদ্যালয়ের সমস্ত শিক্ষিকাদের সহযোগিতায় ছাত্র ছাত্রীদের নিজ নিজ দক্ষতায় এই অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয় lভালোবাসা ও যত্ন সহকারে শিশুদের উৎসাহ দিলে কিভাবে তাদের প্রতিভা বিকশিত হয় তা এই বিদ্যালয়ের প্রদর্শনী সকলের সামনে তুলে ধরেছে l