কয়লা বহনকারী ডাম্পার যাতায়াতে রাস্তার নানান সমস্যা প্রেক্ষিতে পথ আটকে বিক্ষোভ
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- খয়রাশোল ব্লকের অধীনস্থ গঙ্গারামচক ও কৃষ্ণপুর- বড়জোর এলাকায় অবস্থিত দুটি খোলা মুখ কয়লাখনি।সেগুলো থেকে কয়লা উত্তোলনের বরাত পায় একটি বেসরকারি সংস্থা।সড়কপথে ডাম্পার সহযোগে হজরতপুর সাইডিং এ কয়লা মজুদ করা হয়, এরপর রেল পথে মালগাড়ি করে বিভিন্ন স্থানে চালানো হয়।সেরূপ গঙ্গারামচক কয়লা খনি থেকে ডাম্পার করে কয়লা নিয়ে যাবার সময় পথ চলতি মানুষজন সহ স্থানীয় লোকজন ও নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।সেই প্রেক্ষিতে রবিবার নওপাড়া-হজরতপুর যাওয়ার রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শন করেন হজরতপুর ব্যবসায়ী সমিতি ও স্থানীয় বাসিন্দারা। রবিবার সকাল সাড়ে দশটা থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে গঙ্গারামচক খোলা মুখ কয়লা খনি থেকে আসা কয়লা ভর্তি শতাধিক ডাম্পার। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় তখনো চলছে পথ অবরোধ। তাদের মূলত দাবি অত্যাধিক ওভারলোডিং গাড়ি চলাচলের ফলে দুর্ঘটনার সংখ্যা বাড়ার পাশাপাশি পরিবেশ পর্যন্ত দূষিত হচ্ছে। অবিলম্বে মূল রাস্তা ছেড়ে বিকল্প রাস্তা করতে হবে। যতক্ষণ না তাদের দাবি মানা হবে এবং কয়লা উত্তোলনকারী সংস্থা কর্তৃপক্ষ ও প্রশাসনিক আধিকারিকরা তাদের সাথে আলোচনায় না বসা পর্যন্ত এই অবরোধ চলবে বলেই হুঁশিয়ারি হজরতপুর ব্যবসায়ী সমিতি ও গ্রামের বাসিন্দাদের। এদিন হজরতপুর গ্রামের প্রায় শতাধিক মহিলা এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। উল্লেখ্য ইতিপূর্বে এরূপ ঘটনার প্রেক্ষিতে নোওপাড়া গ্রামবাসীদের লাগাতার বিক্ষোভ আন্দোলনের ফলে সংস্থা পিছু হটতে বাধ্য হয় এবং গ্রামের বাইরে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয় বলে জানা যায়।