করোনা আবহে শিশুদের জ্বর নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, কটাক্ষ ফিরহাদের

Spread the love

করোনা আবহে শিশুদের জ্বর নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল,কটাক্ষ ফিরহাদের

সেখ আনোয়ার আলী
মারণ ভাইরাস করোনা আবহে তৃতীয় ঢেউ চলছে।সেখানে সম্প্রতি শিশুদের মধ্যে জ্বর দেখা যাচ্ছে।কয়েক শতাধিক শিশু রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সেইসাথে কয়েকজন শিশুর মৃত্যুর খবর মিলেছে।এইমুহূর্তে রাজ্যপাল রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছেন।অপরদিকে রাজ্যপালের এহেন পরামর্শ কে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন – ‘ উনি উত্তরপ্রদেশে গিয়ে পরামর্শ দিন’। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন উপলক্ষে রাজভবনের উদ্যানে  বৃক্ষরোপণ করেন রাজ্যপাল। সেখানেই শিশুদের জ্বর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জগদীপ ধনকড় বলেন, ‘আমি বার বার এই বিষয়ে জোর দিতে বলেছি। আমি আশা করব, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সুদৃঢ় হবে।’‌ এরই পাল্টা মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‌রাজ্যেপাল মহোদয়কে বলব এই পরামর্শগুলো উনি যেন উত্তরপ্রদেশে দেন। যেখানে ১৬টা বাচ্চা অক্সিজেনের অভাবে মারা গিয়েছে। যেখানে শ্মশানের অভাবে গঙ্গায় দেহ ভাসিয়ে দিতে হয়েছে। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা একদম ঠিক আছে।’‌ উল্লেখ্য, কয়েকদিন ধরেই অজানা জ্বরে আক্রান্ত হচ্ছে শিশুরা। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও এই অজানা জ্বরের প্রকোপ দেখা দিচ্ছে। দুর্গাপুর, পুরুলিয়া, আসানসোল, মুর্শিদাবাদেও জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিন সকালেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত তিনদিনে পাঁচ শিশুর মৃত্যু হল সেখানে। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ৩৪ জন শিশু। গত ২৪ ঘণ্টায় ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় শিশু ভর্তির সংখ্যাটাও নজরকাড়া। ১৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।এইরকম পরিস্থিতিতে রাজ্যবাসী তাদের শিশুদের নিয়ে উদ্বিগ্ন রয়েছে করোনা আবহে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *