কাজল মিত্র
সালানপুর :- বারাবনি বিধানসভার সালানপুর ব্লক -এর কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় এলাকার করোনা যোদ্ধাদের সম্মানিত করা হয়।
এদিন কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল অফিস কার্যালয়ে কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের নেতা বুড়া খান এর নেতৃত্বে এলাকার সকল সাংবাদিকদের হাতে সম্মাননা পত্র তুলে দেন কল্যানেশ্বরী আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি বুড়া খান , সাধারণ সম্পাদক বাবাই ঘোষাল সহ ব্লকের যুব সাধারণ সম্পাদক রাজা খান ।এদিন এই অনুষ্ঠানে এলাকার প্রায় ছোট বড় মিলিয়ে করোনা যোদ্ধা হিসেবে 25 জন সাংবাদিকদের সম্মানিত করা হয় এবং সাথে মাস্ক ও সেনেটাইজার প্ৰদান করা হয় ।।
যাদের মধ্যে এসপি সিং, সঞ্জীব যাদব, সৌমিত্র গাঙ্গুলি, মিলন সূত্রধর ,প্রকাশ দাস,কাজল মিত্র, গুলজার খান,কৌশিক মুখার্জি, মানজিৎ ব্যানার্জি, অজয় বাউরি, রাহুল তেওয়ারী , সহ আরো অনেককে। তাছাড়া এদিন এই অনুষ্ঠানে এই কমিটির পক্ষ থেকে বুড়াখান সহ উপস্থিত ছিলেন , নরেশ ঠাকুর, পবন সেন,বিনোদ নুনিয়া, শিবজি মাহাতো,সহ অনেকে ।