করোনা সচেতনতায় পথে জামুড়িয়া বিধায়ক

Spread the love

কাজল মিত্র,

:-করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রশাসনের আধিকারিক দের সাথে সাথে প্রত্যেকে প্রত্যেকেই এই ভয়াবহ সময়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।একই সাথে জামুড়িয়ার নবনির্বাচিত বিধায়ক হরেরাম সিং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পুরো জামুরিয়া বাজার এলাকায় স্যানিটাইজেশনের কাজটি নিজের হাতে করছেন ।এদিন হরেরাম সিংয়ের নেতৃত্বে জামুড়িয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মূল বাজারে এসে সিনেমাহলের দিক পর্যন্ত সেনেটাইজেশন এর কাজ হয় তারপরে বাস স্ট্যান্ডে এসে সেখানেও স্যানিইটাইজ করা হয় ।তাছাড়া এদিন তিনি বাজারে প্রায় ৫ হাজার মাস্ক বিতরণ করেন।জনগণকে করোনার বিষয়ে সচেতন করার অভিপ্রায় নিয়ে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং মাস্ক ছাড়াই যেসকল মানুষ যাতায়াত করছিলেন তাদের মাস্ক বিতরণ করেন এবং করোনাকে পরাস্ত করার জন্যে সরকারের নির্দেশ মেনে চলার পরামর্শ দেন।
এই উপলক্ষে তিনি বলেন যে, এই সময়ে শুধু ভারতবর্ষ নয় গোটা বিশ্বকে করোনার মহামারী তছনছ করে দিয়েছে।পারস্পরিক শত্রুতায় জড়িয়ে যাওয়ার সময় নয় এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করে যেতে হবে।তিনি সবাইকে এই প্যান্ডামিক পরিস্থিতিতে সহযোগিতা করার আহ্বান জানান।হরেরাম সিং বিশেষভাবে জনগণকে অংশিক লকডাউন এবং করোনার সাথে সম্পর্কিত অন্যান্য সরকারী আইন মেনে চলার আবেদন করেন। এই উপলক্ষে বিশিষ্ট আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের সদস্য পূর্ণশী রায়,শেখ সামসুক মামুদ,রশিদ সাইয়েদ মফিজ, সত্যানারায়ন রাবানী, বিজয় গুপ্তা, সেনেটাইজেশন এর প্রভারী নির্মল মন্ডল,সুপারভাইজার বিজয় বাউড়ি, মহম্মদ কলিম সহ অনেকে উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *