ঐশিক সেন,
করোনা আবহে উৎসবের আনন্দে যাতে ভাঁটা না পড়ে তার জন্য বিশেষ উদ্যোগ নিলো বুদবুদ আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের সদস্যরা। এবছর বুদবুদ আমরা ক’জন স্পোর্টিং ক্লাবের পুজো ৪৮ তম বৎসরে পদার্পন করলো। গ্রামবাসীদের এবং ক্লাব সদস্যদের সাহায্য নিয়েই এই বছর পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সদস্যরা। তবে পুজোর দিন গুলিতে দর্শনার্থীদের জন্য মাস্ক বিলি করার পাশাপাশি ট্যানেল রাখা হবে স্যানিটাইজের জন্য।এছাড়াও মণ্ডপে ভিড় এড়াতে স্বেচ্ছাসেবক মোতায়েন করা থাকবে।এবছর গ্রাম্য পরিবেশে পুজোর মণ্ডপের সাথে তৌরি হয়েছে দেবীর মূর্তিও।
সরকারী করোনা প্রটোকল মেনে বুদবুদ আমরা ক’জন স্পোর্টিং ক্লাব পূজোর আয়োজন করেছে।