মোল্লা জসিমউদ্দিন,
ছবি রাজেন বিশ্বাস,
বনশ্রীতা ফ্লিমস নিবেদিত, বিশ্বব্রত মাইতি প্রযোজিত ভৌতিক কান্ড নিয়ে বাংলা সিনেমা ‘অহেলি’ রিলিজ হচ্ছে আগামী ২৮ অক্টোবর। এই সিনেমার কাহিনি, চিত্রনাট্য এবং পরিচালনা দেবজিত মন্ডলের।অভিনয় করেছেন অনামিকা সাহা,বোধিসত্ত্ব মজুমদার, দেবাশীষ গাঙ্গুলি প্রমুখ।প্রধান সহকারী পরিচালক শমির্স্টা দাস,আবহ সঙ্গীত আর জি রাহুল,চিত্রগ্রহণ পার্থপ্রতিম গিরি,সম্পাদনা অসীম দাস,রঙ মিশ্রণে এম মলয়। এক গাড়ি দুর্ঘটনায় নিহত এক ব্যাক্তির অতৃপ্ত আত্মা নিয়ে ভৌতিক এই ছবি।যা বাংলা সিনেমা জগতে এক নুতন মাত্রা এনে দেবে বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা।গত বৃহস্পতিবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এই বাংলা সিনেমার পোস্টার উদঘাটন হয়।