কাটোয়া মহকুমা আদালতে মৃত্যুদণ্ড নির্দেশ

Spread the love

 কাটোয়া আদালতে মৃত্যুদণ্ড 

পারিজাত মোল্লা , মঙ্গলকোট, ২৪ জুন,শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে 

পাঁচ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে  যুবককে মৃত্যুদণ্ড দিলেন বিচারক। কাটোয়া মহকুমা  আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি দন্ডিত পরিবারের।আদালত সুত্রে প্রকাশ , গত ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি কেতুগ্রামের  খাসপুরের পূর্ব পাড়ার রেবিনা বিবির পাঁচ বছরের শিশু কন্যাকে  খাওয়ানোর লোভ দেখিয়ে পেশায় পরিযায়ী শ্রমিক জাহাঙ্গির চৌধুরী সাথে নিয়ে যায়। দীর্ঘক্ষণ খোজাখুজি করে মেয়েটির দেখা মিলেনা। ঘটনার  পরদিন অর্থাৎ  ১৫ ফেব্রুয়ারি বেলার দিকে বাড়ির কাছেই একটি ডোবা থেকে মৃত শিশুকে উদ্ধার করে পুলিশ। কেতুগ্রাম থানা অভিযুক্ত জাহাঙ্গির চৌধুরীকে তার বাড়ির কাছ থেকে ওইদিন গ্রেফতার করে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে শিশুটির যৌনাঙ্গ-সহ দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করে জাহাঙ্গির চৌধুরীর বাড়ি থেকে শিশুর গলার পুঁথির মালা উদ্ধার করে থাকে । জেলা পুলিশ সুত্রে প্রকাশ, গত  ২০১৮ সালের ১৫ মে কাটোয়ার পকসো আদালতে চার্জশিট জমা করে থাকে  কেতুগ্রাম পুলিশ। চার্জশিটে ধর্ষণ করে খুন করা অভিযোগে মামলার শুনানি শুরু হয়। এই মামলায়  ১৫  জন মতো সাক্ষী ছিলেন। গত বৃহস্পতিবার অভিযুক্ত  জাহাঙ্গির চৌধুরীকে পকসো আদালতের বিচারক সুকুমার সুত্রধর দোষী সাব্যস্ত করেন।শুক্রবার  বিচারক সুকুমার সুত্রধর রায় ঘোষণার সময় জানান , -‘ এটা বিরলতম ঘটনা, সে কারণেই মৃত্যুদণ্ড দেওয়া হল’। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *