কালোছায়া,
শ্রী সমরেন্দু চক্রবর্ত্তী
চাঁদে এসে পড়ল দেখ পৃথিবীর ছায়া,
মনোরম দৃশ্য, আহা অপূর্ব এক মায়া!
চাঁদ,পৃথিবী,সূর্য, একই সরলরেখ হল,
পৃথিবী এসে মাঝে, সৌরকরে ঢাকল,
চাঁদ সহ এই পৃথিবী অন্ধকারময়ী হল!
সূর্যকিরণই জ্যোৎস্না, যা চাঁদের আলো।
চাঁদকে মসৃণ গোলাকার বলে মনে করা,
খালা-খন্দে, পাহাড়-খাদে আসলে তা ভরা।
জ্যোতিষী বলে কলঙ্ক, না দেখাই ভালো,
খালা খন্দে পড়েনি, সূর্যের সোনা আলো।
কলঙ্ককর নয়গো চাঁদ, নয়কো কলঙ্কিনী,
যত খুশী দেখ না চাঁদ, রাখ দূরবীক্ষণ খানি।
দূরবীক্ষণের লেন্সের চোখে, চোখ রাখা,
চাঁদকে বহুগুণ বড় করে, গেল যে দেখা।
চাঁদের গায়ে রয়েছে লেপে মিহি বালির স্তর,
বড় বড় গর্ত,খাদে ভরা চাঁদ দেখি বছরভর।
আর রয়েছে বড় বড় চেরা চেরা কাটা দাগ,
দাগ নয়কো , আসলে তা যে গিরিখাত।
পৃথিবী থেকে চাঁদের শুধু দেখবে একদিকই
যতই দেখ, একই দিক, কারণ বলতো দেখি?
একটু যদি ভেবে দেখবে, উত্তর ঠিকই পাবে,
নীচে বলা দুটি ক্ষেত্রে একই সময় যে লাগে-
চাঁদের নিজ অক্ষেরেখায় একপাক ঘুরতে,
ও ঘুরন্ত পৃথিবীকে বারেক প্রদক্ষিণ করতে।