কিসের ভিক্তিতে সিইএসসির এত বিল? জানতে চাইলো হাইকোর্ট

Spread the love

মোল্লা জসিমউদ্দিন (টিপু)


সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিইএসসির বিল সংক্রান্ত মামলা উঠে। সেখানে কিসের ভিক্তিতে চার মাসের এত গড় বিল?  তাও রিডিং না দেখে!  এইবিধ প্রশ্ন গুলির যথাযথ জবাব ( হলফনামা) এই বেসরকারি বিদ্যুৎ কোম্পানির কাছে জানতে   চেয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী ৫ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে আদালত সুত্রে প্রকাশ। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গোটা দেশজুড়ে চলছে দফায় দফায় লকডাউন। ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতার বেসরকারি বিদ্যুৎ কোম্পানির (সিইএসসি) তরফে গ্রাহকদের বাড়িতে পৌঁছে যায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল। গ্রাহকদের বাড়িতে মিটার রিডিং না দেখে এইরুপ অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায়। বিষয়টি নিয়ে কলকাতার ধর্মতলায় ওই বেসরকারি বিদ্যুৎ কোম্পানির অফিসের সামনে চলে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিক্ষোভ প্রদর্শন। ঠিক এইরকম পরিস্থিতিতে গত সপ্তাহে দ্রুত হস্তক্ষেপ চেয়ে মামলা দাখিল করেন এক গ্রাহক। এই মামলায় আজ অর্থাৎ সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিদ্যুৎ বিলের অস্বাভাবিকতা নিয়ে হলফনামা তলব করে সিইএসসির কাছে। আগামী ৫ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।                                                                                                        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *