কাজল মিত্র,
; কুলটিতে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের উদ্বোধন করলেন মীর হাশিম।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার ইশতেহারে বলেছিলেন যে তৃতীয়বারের মতো বাংলায় তৃণমূল সরকার গঠিত হলে তিনি দুয়ারে রেশন বাবস্থা চালূ করবেন আর তাই তার প্রতিশ্রুতি পূরণ অনুযায়ী আজ পশ্চিমবর্ধমান জেলার দুটি বিধানসভার মধ্যে একটি পান্ডবেশ্বর ও কুলটিতে দুই দিনের রেশন বিতরণ প্রকল্প চালু করা হল।আর এই এই দুয়ারে রেশন বিতরণ প্রকল্পের মধ্যে কুলটি ব্লকের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পরিচালনা পর্ষদ সদস্য মীর হাশিমের উপস্থিতিতে সীতারামপুরের মাস্টারপাড়া ওয়ার্ডে এই ব্যাবস্থার সূচনা হয়।এদিন মীর হাশিম বলেন যে -” মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ করতেই এই উদ্যোগ। আমাদের ভারতের প্রধানমন্ত্রী যা কথা বলেন তা পূরণ হয় না। অনেক জায়গায় গ্রাহকরা বাড়ি থেকে দূরে থাকায় তাদের রেশন পেতে অসুবিধা দেখা যায়।এই রেশন প্রকল্পটি বাস্তবায়নের ফলে জনগণের সমস্যা অনেকাংশে কম হবে, দিদি সর্বদা দরিদ্রদের কল্যাণের কথা ভেবেই একটি প্রকল্প বাস্তবায়ন করেছে”।