কুলটিতে অনুষ্ঠিত হল দুই দিবাসীয় ফুটবল টুর্নামেন্ট
কাজল মিত্র
:- কুলটি বিধানসভার 102 নম্বর ওয়ার্ডের সোদপুর সাস্থকেন্দ্রের মাঠে স্বর্গীয় কাঞ্চন মাজির স্মৃতির উদ্দেশে তরুণ সংঘের পরিচালনায়
অনুষ্ঠিত হল দুই দিবাসীয় ফুটবল টুর্নামেন্টের।এই টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি মহাশয় ও কুলটি ব্লক সভাপতি মহেশ্বর মুখার্জি মহাশয়।
এদিন বিধায়ক সকল খেলোয়াড় দের সাথে পরিচয় পর্ব করে তাদের ফুলের স্তবক দিয়ে সন্মান জানিয়ে এক খেলা শুরু করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর বাদল পুঁইতান্ডি, কাউন্সিলর সরোজ কর্মকার, ওয়ার্ড প্রেসিডেন্ট পিকলু ঘোষ, প্রাক্তন কাউন্সিলর পরিমল মাজি ,কুলটি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি মৌমিতা সেনগুপ্ত ,যুব নেতা সুব্রত রায়,সুস্মিতা ভট্টাচায্য ,,পরেশ নাথ মৈ ,62 নম্বরের মঞ্জুরি ভট্টাচার্য, ভাস্বতী মন্ডল,সহ অনেকে।